আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
কুয়াকাটার স্থানীয় জনসাধারণের জন্য শুক্রবার (২৮ নভেম্বর ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুয়াকাটার হোটেল আল হেরা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে।
ক্যাম্পে চক্ষু সেবা দেবেন দুইজন অভিজ্ঞ চিকিৎসক ডা. ইমতিয়াজ আহামেদ অন্তর
এমবিবিএস (ঢাকা), ডি.এম.ইউ, পি.জি.টি (চক্ষু) প্রাক্তন আর.এম.ও, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ফার্মগেট ও ডা. শিহাব শাহরিয়ার খান এমবিবিএস (ঢাকা) মেডিকেল অফিসার, পটুয়াখালী চক্ষু হাসপাতাল।
আল হেরা ফাউন্ডেশন কুয়াকাটার চেয়ারম্যান মাওলানা মাইনুল ইসলাম মান্নান বলেন,চোখ আমাদের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। কিন্তু আর্থিক সংকটের কারণে অনেকেই নিয়মিত চোখের চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা ভেবেই আমরা এই ফ্রি ক্যাম্পের আয়োজন করেছি। কুয়াকাটার মানুষের জন্য মানবিক সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
ডা. ইমতিয়াজ আহামেদ অন্তর বলেন, মানবসেবাই চিকিৎসার মূল লক্ষ্য। আধুনিক মেডিকেল প্রযুক্তির কারণে এখন চোখের অধিকাংশ রোগের চিকিৎসা সম্ভব। এই ক্যাম্পে রোগীরা সঠিক পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও করণীয় সম্পর্কে তাৎক্ষণিক দিকনির্দেশনা পাবেন।
ডা. শিহাব শাহরিয়ার খান বলেন,গ্রামাঞ্চলের অনেক মানুষ চোখের সাধারণ সমস্যাকে গুরুত্ব দেন না। এতে ছোট সমস্যা থেকেই বড় জটিলতা তৈরি হয়। এই ক্যাম্পে প্রাথমিক পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরিকল্পনা এবং চোখের যত্নে সচেতনতা বৃদ্ধি করা হবে।
ক্যাম্পে আগত রোগীদের জন্য কম খরচে ফ্যাকো অপারেশনসহ সব ধরনের চক্ষু অপারেশন করার সুযোগ থাকবে।
বিশেষত যারা সানি অপারেশন করতে চান, তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে আনতে হবে।
আল হেরা ফাউন্ডেশনের উদ্যোগে এই মানবিক সেবা কার্যক্রম কুয়াকাটার সাধারণ মানুষের চোখের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।



