এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন খান, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, বরিশাল জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী,বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর পরিবার ও আহত ১৩ জন শিক্ষার্থী।
গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন উজিরপুরে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামের মোঃ কামাল হোসেন মোল্লার ছেলে মোঃ মিজানুর রহমান(২৮),উওর বড়াকোঠা গ্রামের মৃত চান মিয়া বেপারীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(২২)। আহত হন নাজির উদ্দিন সাব্বির(২৩),মোঃ মিরাজ সিকদার(২৯) মোঃ রিফাত হাওলাদার(১০),মোঃ আসলাম(৩৮), সুমন ঢালী(২৭), মোঃ আবুল কালাম আজাদ(৬৫),মোঃ মনির খান(১৮), মোঃ সৈকত জামান(১৭), মেহেদী হাসান (২৫),মোঃ জসিম হাওলাদার(২৭),মোঃ রুহাইয়াদ মাহাবুব রুবাই(২২), মোঃ শাকিল হাওলাদার(২৮), মোঃ আল আমিন(২৮)।
স্মরণ সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাসহ উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।