এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বন্দর এলাকা থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৯ হাজার ৯ সত ৩ পিচ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
সুত্রে জানা যায় ৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে বরিশাল জেলা গোয়েন্দা শাখার এসআই কাজী ওবায়দুল কবীর, এএসআই রাজিব চন্দ্র পাল, মোঃ ইখতিয়ার খান,মোঃ জিয়াউল,মোঃ রিয়াজ,ইমরানুল হক ও মোসাঃ ফারজানা আক্তার নিশি মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের সাবেক ইউনিয়ন পরিষদের সম্মুখে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নারী মাদক কারবারি শান্তনা আক্তার(২৫)কে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের খেলনা গাড়ির ভিতর থেকে ৯ হাজার ৯সত ৩ পিচ ইয়াবা উদ্ধার করে ।
গ্রেফতারকৃত ইয়াবা কারবারি শান্তনা আক্তার বরিশাল জেলার কাউনিয়া উপজেলার কাকাশুরা গ্রামের হাওলাদার বাড়ির মোঃ সুরুজ হাওলাদারের স্ত্রী ও মৃত হাচান সরদারের মেয়ে।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে এবং মাদক কারবারিকে বরিশাল ডিবি কার্যালয় হস্তান্তর করা হয়েছে।