নিজস্ব প্রতিবেদক :
দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চারজন সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার সকাল ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আমার দেশ পাঠক মেলা বরিশাল জেলা শাখার আহ্বায়ক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী পতিত আওয়ামী লীগ সরকারের নানান অপকর্ম তুলে ধরার অপরাধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১৩৬ মামলা দায়ের করে হয়ছিলো। সম্পাদক মাহমুদুর রহমানকে প্রতিদিনই কোন না কোর্টের বারান্দায় বারান্দায় ছুটতে হয়েছে। মামলায় হাজিরা দেওয়ার প্রাক্কালে কেটের অভ্যন্তরেই তার উপরে নির্মমভাবে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। এর পরও আমার দেশ সম্পাদক মাহামুদুর রহমান অন্যায়ের সাথে আপোষ করেনি। ৫ আগস্টের পরও স্বৈরাচারের দোসররা এখনো সরকারের বিভিন্ন দপ্তরে বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে।
বক্তারা বলেন, আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের অপকর্মের ঘটনা সবার সামনে তুলে ধরায় অকুতোভয় সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে। ফ্যাসিস্টরা এখনো চারিদিকে ঘাপটি মেরে বসে আছে। সময় হয়েছে এসব দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।
মানববন্ধন শেষে মেঘনা গ্রুপের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নগরীতে একটি মিছিল বের করা হয। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিবির পুকুর পাড়ে গিয়ে শেষ হয়।
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের ব্যুরো চিফ আজাদ আলাউদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ নুরুল আমীন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান পিন্টু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ, পাঠক মেলার জেলা শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব রাজু আহম্মেদ, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মো : শাহীন হাসান, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহিন হফিজ, বরিশাল দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো : মাইনুল ইসলাম শিহাব, বরিশাল ফটোসাংবাদিক পরিষদের আহবায়ক খান মনিরুজ্জামান, ছাত্রদল নেতা রেজাউল করিম রনি, মহানগর যুবদলের সহ-সভাপতি জাহিদ হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মানববন্ধনে বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ সুখেন্দু এদবর, আমার দেশ পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি মো : সাইদুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধি মো : আরিফ হোসেন, গৌরনদী প্রতিনিধি আমিনা আক্তার, উজিরপুর প্রতিনিধি নাছির উদ্দীন বালী অপু, হিজলা প্রতিনিধি মো : ইয়ামিন মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মিরা উপস্থিত ছিলেন।