নিজস্ব প্রতিবেদক :
অপহরণপূর্বক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফেরদৌস শেখকে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৮। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর সোমবার (২৫ নভেম্বর) বিকেল ২টার দিকে র্যাব-৮, সিপিএসসি বরিশালের নেতৃত্বে এবং র্যাব-১০ এর সহায়তায় চুনকুটিয়া বালিকা বিদ্যালয় সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার ফেরদৌস শেখ (পিতা: আলী আক্কাস শেখ) পিরোজপুর সদর উপজেলার টোন গ্রামের বাসিন্দা। ২০১৯ সালে পিরোজপুরের নাজিরপুর থানার অপহরণ ও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, পলাতক আসামি গ্রেফতার, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারের পর ফেরদৌস শেখকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।



